ফুটবলে বাংলাদেশের খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ইংলিশ ফুটবলের অন্যতম দল লিস্টার সিটিতে খেলছেন হামজা দেওয়ান চৌধুরী। এ দলের নিয়মিত সদস্য তিনি। প্রিমিয়ার লিগ থেকে নেমে বর্তমানে চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে লিস্টার। তারপরও ২০১৬ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করা এই দল ভয়ংকর। বর্তমানে চ্যাম্পিয়নশিপ লিগে দুই নম্বরে অবস্থান করছে লিস্টার। সামনের মৌসুমেই হয়তো প্রিমিয়ার লিগে ফিরবে দলটি। কানাডা প্রবাসী সামিত সোমের দল ক্যাভালরিও এক দারুণ দল। কানাডা প্রিমিয়ার লিগে গত মৌসুমে প্লে-অফ জিতে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। চলতি মৌসুমে তিন নম্বরে অবস্থান করছে ক্যাভালরি। এবারও চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ অপেক্ষা করছে তাদের সামনে। সামিত সোম এ দলের নিয়মিত ফুটবলার। এরই মধ্যে লিগে ১৬টি ম্যাচ খেলেছেন তিনি। মাঝ মাঠে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ক্যাভালরিতে। বাংলাদেশের লাল-সবুজের জার্সি গায়েও একই ভূমিকায় দেখা যাবে তাকে। আজ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। চূড়ান্ত পর্ব নিশ্চিত করার জন্য এ ম্যাচের গুরুত্ব অনেক। গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশের মিডফিল্ড ঘিরেই যত আকর্ষণ তৈরি হয়েছে। হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন। তবে বাংলাদেশের জার্সিতে তিনি খেলেন কিছুটা ওপরের দিকে। প্রয়োজনমতো নিচেও নেমে আসেন। প্লে-মেকার হিসেবে মাঝ মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। তাকে সঙ্গ দেবেন কানাডার লিগে খেলা সামিত সোম। মিডফিল্ডে বাংলাদেশের বড় আকর্ষণ এ দুই ফুটবলার। তবে ডিফেন্স আর ফরোয়ার্ড লাইন ঠিকভাবে কাজ করতে না পারলে মাঝ মাঠের ওপর কতটা নির্ভর করতে পারবেন কোচ হাভিয়ের কাবরেরা? প্রতিপক্ষ হংকং চায়না দলও প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া। দলটিতে ব্রাজিল, স্কটল্যান্ড ও ক্যামেরুনের ফুটবলাররা খেলছেন। দুই দলের মূল আকর্ষণ মিডফিল্ড। আজ দুই দলের লড়াইয়ে মূল আকর্ষণটাই থাকবে মিডফিল্ডকে ঘিরে।
আজকের এই টান টান উত্তেজনার ম্যাচে বাংলাদেশের অধিনায়ক থাকছেন জামাল ভুইয়া। তবে তিনি শুরু থেকে খেলবেন কিনা সংশয় থেকেই যাচ্ছে।