গাইবান্ধার পলাশবাড়ীতে অনিয়মের দায়ে একটি ফিলিং স্টেশন ও বেকারিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার।
জানা যায়, পরিমাপে পেট্রোল কম দেওয়ায় উপজেলার মাঠেরহাট এলাকার রূপ ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় পৌরশহরের সামিয়া বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার প্রকৌশলী তাওহীদ আল আমিন ও পরিদর্শক নাসির উদ্দিনসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল