নেপালে চলছে সরকারবিরোধী আন্দোলন। সরকার পতনের পরও যা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়। এমন পরিস্থিতিতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় দল আটকা পড়ে। বন্ধ হয়ে যায় রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। ফলে বাংলাদেশ দল হোটেলে থাকতেই বাধ্য হন। তিন দিনের উদ্বেগ, অনিশ্চয়তা আর অপেক্ষার পর বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি বিমানে নেপাল থেকে দেশে ফিরলেন জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা। গতকাল বিকাল ৪টা ৪০ মিনিটে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে অবতরণ করে বিমানটি। ম্যাচ দুটির সংবাদ সংগ্রহের জন্য নেপালে যাওয়া সাংবাদিকরাও সেখানে আটকা পড়েছিলেন, তাদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী তাদের ফেসবুক পেজের পোস্টে জানায়, ‘নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেছে।’ দুদিন হোটেল বন্দি থাকায় মানসিকভাবে বিপর্যস্ত ফুটবলারদের ট্রমা কাটাতে উদ্যোগ নিয়েছে বাফুফে। সংস্থার সভাপতি তাবিথ আউওয়াল বলেন, যাদের প্রয়োজন আমরা তাদের মানসিক কোচিং ও সাইকোলজিক্যাল সাপোর্ট দেব। ফুটবল দলের দেশে ফেরার এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে বাফুফে, বাংলাদেশ দূতাবাস এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টায়। এ ছাড়া দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। এর আগে বাংলাদেশ ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ খেলার কথা থাকলেও বাতিল হয়ে যায়। মঙ্গলবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২২ জনের মৃত্যুর পর নেপালের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ, পার্লামেন্ট ভবন ও মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। জারি করা হয় কারফিউ। বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। এ পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল দল কাঠমান্ডুর ক্রাউন ইম্পিরিয়াল হোটেলে আটকা পড়েন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় ও অন্যরা। পরে তাদের নিরাপদে দেশে ফেরাতে তৎপর হয় বাংলাদেশ সরকার। নিয়মিত নেপালের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে থাকে সরকার। শেষ পর্যন্ত গতকাল সকালে স্থানীয় সময় পৌনে ৯টায় বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করে বেলা ২টা ৫৫ মিনিটে দেশের বিমান ধরেন ফুটবলাররা।
শিরোনাম
- ডাকসু : কেন এমন হলো
- উদ্বেগ-উৎকণ্ঠা থেকে বাঁচার আমল
- ৬ লাখ কোটিতে ঠেকতে পারে খেলাপি ঋণ
- স্নাতক ডিগ্রিধারী ২৯% তরুণ বেকার, বেশি ঢাকা বিভাগে
- শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব : জাকসু নির্বাচন কমিশন
- বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- একটি ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকায়
- স্ন্যাপচ্যাটে শিশু-কিশোরদের সামনে মাদক কারবার: গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
- ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক কেন খুন হলেন, কী ঘটেছিল, কে ছিলেন তিনি?
- জবি ক্যাম্পাস সংলগ্ন অবৈধ দোকানপাট ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে সমাবেশ
- পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত
- বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
- নজরুলের স্মরণে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার
- স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বনজ সম্পদের চাপ কমানো সম্ভব: পরিবেশ উপদেষ্টা
- জাফলংয়ে নিখোঁজ পর্যটকের সন্ধান এখনো মেলেনি
- ৪৮তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ
- সন্ধান মিলছে না নিখোঁজ ব্যাংকারের
- কেএমপির আট থানার ওসি বদল
- দিনাজপুরে মাঠেই কৃষকের পাঠশালা, আধুনিক কৃষিতে বাড়ছে দক্ষতা
- খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু
বিশেষ বিমানে দেশে ফিরলেন ফুটবলাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর