শুরুর আঁধার কাটিয়ে আলোয় ফিরেছেন দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ডেওয়াল্ড ব্রেভিস। মঙ্গলবার ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের নবম টি-২০-তে খেলেছেন ১২৫ রানের অপাজিত সেঞ্চুরির ইনিংস। ৫৬ বলে ইনিংসটি সাজান ৮ ছক্কা ও ১২ চারে। আর এতই গড়েছেন একাধিক রেকর্ড। এ ছাড়া ‘বেবি এবি’ থেকে বেরিয়ে নিজের আলোয় উদ্ভাসিত হতে চান ব্রেভিস। পরিচিত হতে চান নিজের ‘অরিজিনাল ডেওয়াল্ড’ পরিচয়ে। টি-২০-তে প্রোটিয়াদের হয়ে সেরা ব্যক্তিগত ইনিংসের মালিক ব্রেভিসের এটি প্রথম সেঞ্চুরি। আর তাতেই ৮০ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা ২১ নম্বর র্যাঙ্কিংয়ে তিনি।
তার সতীর্থ ট্রিস্টান স্টাবস ১২ ধাপ উন্নতি করে ২৭ নম্বরে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও অসি হার্ড হিটিং ব্যাটার টিম ডেভিডও র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে এখন দশম স্থানে। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ৮৩ ও ৫০ রান করেন তিনি।