এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা এই প্রথম আয়োজন করছে বাংলাদেশ। দুই দিনব্যাপী সাধারণ সভার গতকাল ছিল প্রধান নির্বাহীদের বৈঠক। বোর্ড সভাপতিরা বৈঠকে বসবেন আজ। সভায় অংশ নিতে সবার আগে ঢাকায় আসেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। তিনি এসিসির বর্তমান সভাপতি। ঢাকার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এসিসির সভা। এসিসি কাজ করে পাঁচটি টেস্ট খেলুড়ে ও ২৫টি সহযোগী দেশ নিয়ে। সভার আয়োজক বাংলাদেশ। পাকিস্তান চলে এসেছে। ভারত আসবে না বলে আগেই জানিয়েছে। দেশটি এসিসির সভা বয়কট করেছে। প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এসিসির পাঁচ টেস্ট খেলুড়ে দেশের তিনটিই যদি অনুপস্থিত থাকে, তাহলে সভা বাতিল হওয়া সম্ভাবনা থাকে। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এসিসির সভার ব্যাপারটি পরিষ্কার করি, এশিয়ার ৫টি পূর্ণ ও ২৫টি সহযোগী সদস্য নিয়ে তারা কাজ করে। এসিসি থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছিল আমরা এই এজিএম আয়োজন করতে চাই কি না। আমরা রাজি হয়েছি। এটি এসিসিরই প্রোগ্রাম। আমরা শুধু তাদের লজিস্টিকাল সাপোর্ট করছি। এটাই একমাত্র ব্যাপার, যা আমরা করছি।’ ভারতের বয়কট এবং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অনুপস্থিতিতে এসিসির ভবিষ্যৎ শঙ্কায় পড়ে গেছে। সভায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি, সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ফেলেছে। রাজনৈতিক গ্যাঁড়াকলে বাংলাদেশ-ভারত ক্রিকেটের ভবিষ্যৎ এখন বলয়বৃত্ত হয়ে যাওয়ার সম্ভাবনায় পড়েছে। এসিসির সভা কোরাম সংকটে পিছিয়ে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু বিসিবি সভাটি আয়োজনে বদ্ধপরিকর। বিসিবির দৃঢ়তায় সভাটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা এসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তারা জানাচ্ছে কে আসছেন, কে আসছেন না, বিমানবন্দর থেকে কখন তাদের পিক করতে হবে, হোটেল বুকিং, অনুষ্ঠানস্থলে আমাদের কী কী সাপোর্ট দিতে হবে, এসব। এর বাইরে আমাদের কোনো কাজ নেই।’ তবে পিসিবি চেষ্টা করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের আনার এবং শ্রীলঙ্কার প্রতিনিধিদের অনলাইনে রাখার। পিসিবির সঙ্গে বিসিবির বর্তমান সুসম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হতে পারে। এতে দুই দেশের ক্রিকেটের ওপর প্রভাব পড়বে। আগস্টে ৩টি করে টি-২০ ও ওয়ানডে খেলার কথা ছিল ভারতের। দেশটির ক্রিকেট বোর্ড এর মধ্যে সফর বাতিল করেছে। তারপরও বিসিবি সভাপতি বুলবুল বলেছেন ক্রিকেটের ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে না, ‘আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ক্রিকেট সবার ওপরে।’
শিরোনাম
- বাংলাদেশের কাছে হেরে পাকিস্তান দলে ফিরলেন বাবর-রিজওয়ান
- ফের আন্দোলনে নামছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা
- একদিনে তিন গ্রেটকে ছাড়িয়ে রুট, সামনে শুধু টেন্ডুলকার
- বন্দরের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটর দরকার: নৌ পরিবহন উপদেষ্টা
- মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
- সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে : নুর
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জয়দেবপুর রেলস্টেশনে খাবার বিতরণ
- চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু
- রূপগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
- সুনামগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ
- ‘চাঁদাবাজি-সালিশবাজি বিএনপির রাজনৈতিক আদর্শ নয়’
- রসিককে লাল কার্ড, সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ
- ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণ, পুলিশের দুঃখ প্রকাশ
- 'প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে'
- কক্সবাজারে ৭ মাসে পানিতে ডুবে প্রাণ গেছে ৬০ জনের
- মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩৩
- নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন
- সাড়ে চার বছরে মোদির বিদেশ সফরে খরচ ৩৬২ কোটি রুপি
- ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও জাল স্বাক্ষর নিয়ে বিব্রত রিজভী, দিলেন সতর্কবার্তা
- পাইলট তৌকিরের পরিবারকে সমবেদনা জানালেন মির্জা ফখরুল
রাজনৈতিক গ্যাঁড়াকলে এসিসির সভা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর