সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জিতেই চলেছে। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুশীলন মাঠে তারা ৩-০ গোলে ভুটানকে পরাজিত করেছে। এটি ছিল দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ। এর আগে প্রথম রাউন্ডে টানা তিন ম্যাচে জয় পেয়েছিল স্বাগতিকরা। ১২ পয়েন্ট নিয়ে শিরোপার পথেই এগিয়ে যাচ্ছেন মুনকী আক্তাররা। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলে শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করলেই শিরোপা ধরে রাখবে বাংলাদেশ। তবে স্বাগতিকরা যদি হেরে যায় তখন নেপালের সমান পয়েন্ট হবে। এ ক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকা দলই চ্যাম্পিয়ন হবে। তা নিয়েই যত চিন্তা। কেননা পয়েন্টে পিছিয়ে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে নেপাল। চার ম্যাচে তারা গোল করেছে ২২। জালে জড়িয়েছে ৪ গোল। সব মিলিয়ে ব্যবধান প্লাস ১৮। অন্যদিকে বাংলাদেশ চার ম্যাচে গোল করেছে ১৯। খেয়েছে ৪। সব মিলিয়ে ব্যবধান ১৫। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এবং নেপালের প্রতিপক্ষ ভুটান। বাংলাদেশ গোল ব্যবধানে এগিয়ে শেষ ম্যাচ হেরে গেলেও শিরোপা ধরে রাখতে পারবে। এমন সমীকরণে তাই বাংলাদেশ টানা চার ম্যাচ জিতেও স্বস্তিতে থাকতে পারছে না। যাক, এ নিয়ে মেয়েরা ভাবছেন না। তাঁদের লক্ষ্য সব ম্যাচ জিতে ট্রফি ধরে রাখা। ভুটানের বিপক্ষে দুই ম্যাচে কোচ পিটার বাটলার মূলত রিজার্ভ বেঞ্চকে প্রাধান্য দিয়েছেন। নেপালের বিপক্ষে লাল কার্ড দেখা সাগরিকার এক ম্যাচ বাইরে থাকার কথা। কিন্তু টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত তাঁকে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। গতকাল যেমন খেলেননি। শ্রীলঙ্কার বিপক্ষেও দেখা যাবে না। অধিনায়ক আফঈদা খন্দকারও খেলেননি। শেষ ম্যাচেই বাংলাদেশের আসল একাদশ দেখা যাবে। গতকাল দিনের প্রথম ম্যাচে নেপাল ৭-০ গোলে অনায়াসে শ্রীলঙ্কাকে হারালেও দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশ শুরুতে কেন জানি এলোমেলো ছিল। প্রাধান্য বিস্তার করে খেলেছে ঠিকই, গোল করার মতো সুযোগ তৈরি করতে পারছিল না। গোল পেতে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়; যা দর্শকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। গোলটি করেন তৃষ্ণা রানী। প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে তিনি জালে বল পাঠান। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি স্বপ্না রানী। বল তিনি বাইরে মারেন। পরের মিনিটেই মুনকীর প্রচেষ্টাও ব্যর্থ হয়। ৬৬ মিনিটে আবারও গোল পান তৃষ্ণা। জোড়া গোল করায় তাঁর হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়। সুযোগ হাতছাড়া করায় তা পারেননি। ৭৫ মিনিটে স্বপ্নার দূরপাল্লার শট ক্রসবার লেগে জাল স্পর্শ করে। ৩-০ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথম পর্বে বাংলাদেশ ৪-১ গোলে হারিয়েছিল ভুটানকে।
শিরোনাম
- স্পেসএক্স প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
- ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা
- সাগরকন্যা সিঙ্গাপুরে বাড়ছে মুসলমানদের সংখ্যা
- জিহ্বা যখন বড় শত্রু
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের উত্থান
- বরিশালে ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার
- সূত্রাপুরে একই পরিবারের দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন
- মতিঝিলে সেনাকল্যাণ ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
- ২১ বছর বয়সেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক
- তুলা আমদানিতে ২% উৎসে কর প্রত্যাহার
- জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
- গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশব্যাপী বিএনপির দোয়া ও মিছিল
- এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি মেদভেদেভের
- ফ্রান্সে ৪০ বছর কারাভোগের পর ফিলিস্তিনপন্থী যোদ্ধাকে মুক্তির নির্দেশ
- তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে আবারও হারালো বাংলাদেশ
- দুই সপ্তাহে গাজায় যুদ্ধে যাওয়া ৪ ইসরায়েলি সেনার আত্মহত্যা
- ব্যবসায়ী সোহাগ হত্যা: তিন আসামির স্বীকারোক্তি
- অবশেষে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি
- তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস দেখাবেন না : মীর হেলাল
- ইরাকে নরওয়ের কোম্পানির তেলক্ষেত্রে ড্রোন হামলা
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
আপডেট:
০১:৫৬, শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
চারে চার বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর