নেইমার কি হারিয়ে যাচ্ছেন? ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলারকে নিয়ে কত প্রশ্ন ভক্তদের। তাকে কি ব্রাজিল দলে দেখা যাবে। নীরবে কি ফুটবল ছেড়ে চলে যাবেন? যাক নেইমার যে ফুরিয়ে যাননি তার প্রমাণ দিয়েছেন। এ খবর তার ভক্তদের মাঝে হয়তো স্বস্তি এনে দিতে পারে। ব্রাজিলিয়ান সিরি আরে সেরা দল ফ্ল্যামেঙ্কো। সেই দলকে চমকে দিয়েছে সান্তোস। শেষ দিকে নেইমারের দুর্দান্ত গোলে ১৪তম রাউন্ডে সান্তোস জয় নিয়ে মাঠ ছেড়েছে। আড়ালে থাকা নেইমারের পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের। যে নৈপুণ্য দেখিয়েছেন তাতে হারানোর ফর্ম ফিরে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ব্রাজিলিয়ান তারকার চোটে জর্জরিত ক্যাম্পেটানে এটি ছিল সিরি আরে তার প্রথম গোল। এখন পর্যন্ত শুরুর একাদশ থেকে খেলেছেন মাত্র তিনবার। গোলের পর নেইমার বলেছেন, ‘আমার বিশ্বাস আমি প্রতিটি ম্যাচে ৯০ মিনিট খেলতে পারব। ফিটনেস ক্ষমতা আরও বাড়াতে চাই।’ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় ধরে সাইড লাইনে ছিলেন তিনি। এ ব্যাপারে নেইমার বলেন, ‘ইনজুরি আমার পিছু ছাড়ছে না। যখনই সেরাটা দিতে চাই তখনই চোট পেছনে নিয়ে যাচ্ছে। এখন সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’
তবে ফুটবল তো সতর্ক হয়ে খেলা যায় না। দলকে জেতাতে সেরাটা দিতেই হবে। খেলতে গিয়ে যদি আঘাত পায় তাহলে কি করব। সামনে এগোতে চাই, জানি না তা পারব কি না।’ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে বলেন, ‘ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলাটা গর্বের ব্যাপার। আমি তো চাইবো সামনে বিশ্বকাপ খেলার। এখানে যোগ্যতা প্রমাণের ব্যাপার তো আছেই, চোট আমার পিছু ছাড়ে কি না সেটাও বড় ব্যাপার।’ ফ্ল্যামেঙ্কোর বিপক্ষে ৮৪ মিনিটে গোলটি করেন নেইমার। গোলের পর তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি সেরাটা দেওয়ার। কতটা পেরেছি তা দর্শকের ওপর ছেড়ে দিলাম।’