শ্রীলঙ্কা সফর শেষ হতেই লিটন-মিরাজদের সামনে হাজির নতুন চ্যালেঞ্জ। মিরপুরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি-২০ সিরিজ জেতা দলের সবাইকে রেখেছেন নির্বাচকরা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর টি-২০ সিরিজে সফলতা আসবে বলে কেউই ভাবেনি। সিরিজের প্রথম টি-২০তে হারের পর তা আরও প্রবল হয়। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সিরিজে ঘুরে দাঁড়ায় লিটনের বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের পরাজিত করে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতেন টাইগাররা। তাই এ ফরম্যাটের সিরিজ জয়ের রেশ ধরে রাখতেই পাকিস্তান সিরিজে কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা। আগামী রবি, মঙ্গল ও বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে লিটন ও সালমান আগার দল। সব খেলা শুরু সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন।