ফ্লাবিও ক্লোবোলিন্ট এক সময় ফুটবল খেলতেন। ইতালিয়ান ফুটবল জায়ান্ট রোমার যুবদলের সদস্য ছিলেন। ফুটবল ছেড়ে এখন টেনিস খেলেন। টেনিস খেলতে আবার উজ্জীবিত হয়েছেন নোভাক জোকোভিচকে দেখে। পরশু রাতে ‘আইডল’ সেই জোকোভিচের বিপক্ষে উইম্বল্ডনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। ৩ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে ২৪টি গ্রান্ডস্ল্যামজয়ী জেকোভিচ প্রথম সেটে হেরেছিলেন। পরের তিন সেটে ঘুরে দাঁড়িয়ে জিতে নেন। সার্বিয়ান টেনিস তারকা প্রথম সেট হারেন ৬-৭ (৬-৮) গেমে। জোকোভিচ পরের তিন সেট জেতেন ৬-২, ৭-৫, ৬-৪ গেমে। ৩৮ বছর বয়সি জোকোভিচ ১৪ বার উইম্বল্ডনের সেমিফাইনালে উঠেছেন। ফাইনালে উঠতে তিনি মুখোমুখি হবেন জ্যাক সিনারের।
সিনার কোয়ার্টার ফাইনালে সরাসরি ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন বেন শেলটনকে। সার্বিয়ান তারকা ৭ বারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন এবং ১৪ বার সেমিফাইনালে উঠেছেন। সব মিলিয়ে চারটি গ্রান্ডস্ল্যামে ৫২ বার সেমিফাইনাল উঠেছে। সেমিফাইনালে উঠে জকোভিচ বলেন, ‘৩৮ বছরে আমি এখন প্রস্তুত উইম্বল্ডনের ফাইনাল খেলতে।’ অল ইংল্যান্ড কোর্টে ২০২৩ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিলেন জোকোভিচ। গত দুই আসরে তিনি হেরেছেন আলকারাজের কাছে। এবারের উইম্বল্ডনকে স্পেশাল বলেন সার্বিয়ান তারকা, ‘তরুণ প্রতিপক্ষদের সঙ্গে লড়াই করে আমি ভীষণ আনন্দিত।’ মেয়েদের লড়াইয়ে জিতেছেন ইগর সুয়াটেক। তিনি ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন লুদমিলা স্যামসোনোভাকে। আরেক ম্যাচে বেলিন্দা বেনসিক ৭-৬, ৭-৬ গেমে হারিয়েছেন মিরা আন্দেভাকে।