বাংলাদেশের ঘরোয়া আসরে সবচেয়ে আলোচিত ফুটবলারের নাম সুলেমান দিয়াবাতে। মালির এ স্ট্রাইকার মোহামেডানে যোগদানের পরও পেশাদার লিগে চ্যাম্পিয়ন হতে পারছিল না। তবে দিয়াবাতের খেলা সবার নজর কেড়েছিল। তার নেতৃত্বে ২০২২-২৩ মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয় মোহামেডান। আবাহনীর বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। গেল মৌসুমে তারই নেতৃত্বে মোহামেডান পেশাদার লিগে প্রথম চ্যাম্পিয়ন হয়। সাত বছর ধরে দারুণ খেলা দিয়াবাতেকে মোহামেডানে আর দেখা যাবে না। তিনি স্বেচ্ছায় দল না ছাড়লেও মালিতে টেলিফোন করে ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব জানিয়ে দিয়েছেন তাকে আর মোহামেডান রাখবে না। মিডিয়ার কাছে বিষয়টি স্বীকার করেছেন দিয়াবাতে। ‘আমি তো মোহামেডানে থাকতে প্রস্তুত ছিলাম। ম্যানেজারই আমাকে জানিয়ে দিয়েছেন আমাকে দরকার নেই। সুতরাং মোহামেডানে আর খেলি কীভাবে? তবে বাংলাদেশের ভিন্ন ক্লাবে খেলব তার নিশ্চয়তা দিচ্ছি।’ এ ব্যাপারে নকিব কোনো মন্তব্য করেননি।
সম্ভবত অর্থ সংকটের কারণেই মোহামেডান দিয়াবাতেকে আর রাখছে না। তার ডিমান্ড নাকি আকাশ ছোঁয়ার মতো পারিশ্রমিক। যা ঐতিহ্যবাহী ক্লাবের পক্ষে দেওয়া সম্ভব নয়।