ইতালিয়ান সিরি এ লিগে শেষ লড়াইটা অঘোষিত ফাইনাল হয়ে গেল। মৌসুমজুড়ে এবার কঠিন লড়াই উপহার দিয়েছে নেপোলি এবং ইন্টার মিলান। দুই দল মৌসুমের ৩৭ ম্যাচ পরও শীর্ষস্থানের জন্য লড়াই করছে। রবিবার সিরি এ লিগে নেপোলি গোলশূন্য ড্র করেছে পারমার সঙ্গে। ইন্টার মিলান ২-২ গোলে ড্র করেছে লেজিওর সঙ্গে। ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নেপোলি। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইন্টার মিলান। লিগের শেষ রাউন্ডে নেপোলি-ক্যাগলিয়ারি এবং কোমো-ইন্টার মিলান মুখোমুখি হবে। দুই দলই জয় পেলে নেপোলি চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে নেপোলি পয়েন্ট হারালে চ্যাম্পিয়ন হতে পারে ইন্টার মিলানও। নেপোলি সিরি এ লিগে শেষবার চ্যাম্পিয়ন হয়েছে ২০২২-২৩ মৌসুমে। সেবার ম্যারাডোনা যুগের পর (১৯৮৯-৯০) সেবার প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল নেপোলি। ইতালির নেপলস শহরজুড়ে উৎসব করেছিল সমর্থকরা। সেই মৌসুমে অবশ্য বেশ কয়েক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়েছিল নেপোলি। অন্যদিকে ইন্টার মিলান গত মৌসুমের চ্যাম্পিয়ন দল। এসি মিলানের সঙ্গে ১৯ পয়েন্টের ব্যবধান রেখে লিগ জয় করেছিল ইন্টার।