বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের অভিষেক হয় ২০০৬ সালে। হারারেতে ৬ আগস্ট, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট ম্যাচ দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৪৪৭টি ম্যাচ খেলে ১৪৭৩০ রান করেছেন তিনি।