যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার কিছুদিন পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়াঙ্গনে পরিবর্তনের ঘোষণা দেন। তাঁর ঘোষণায় বড় চমক ছিল এক পদে দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না। এতে ক্রীড়া উপদেষ্টা প্রশংসিত হয়েছেন। এর আগে যাঁরাই ক্রীড়াঙ্গনের দায়িত্বে ছিলেন এমন সাহসী পদক্ষেপ নিতে পারেননি। তাঁর সে ঘোষণা বেশির ভাগ ফেডারেশনের ক্ষেত্রে কার্যকর হয়। অনেক বছর ধরে সাধারণ সম্পাদকের পদে যাঁরা ছিলেন তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে হ্যান্ডবলে আসাদুজ্জামান কহিনুর, কুস্তির তাবিউর রহমান ও ভলিবলে আশিকুর রহমান মিকু অন্যতম। তবে ব্যতিক্রম দেখা গেল আর্চারি ফেডারেশনের ক্ষেত্রে। দুই মেয়াদের বেশি সময় ধরে আর্চারি ফেডারেশনে সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ভিন্ন প্রজ্ঞাপনে তিনটি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন হয়েছে। খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক অভিজ্ঞ সংগঠক ফজলুর রহমান ও বেসবল ও সফট্ বলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনকে সরিয়ে নতুন কমিটির কোনো পদেই রাখা হয়নি। অন্যদিকে আর্চারি ফেডারেশনে চপলের চেয়ার বহাল রয়েছে। অর্থাৎ অ্যাডহক কমিটিতেও চপল তাঁর আগের দায়িত্বে ঠিকই থাকলেন।