শুধু ক্রিকেট নয়, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুপারস্টার। হামজা চৌধুরী এখন বাংলাদেশে। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ফুটবলে বাংলাদেশের পক্ষে খেলবেন হামজা। অভিষেক ম্যাচে ৮ নম্বর জার্সি পরে নামবেন। তিনি এখনো বাংলাদেশের হয়ে মাঠে নামেননি। অথচ এরই মধ্যে হামজার সঙ্গে সাকিবের তুলনা করা হচ্ছে। কেউ কেউ বলছেন, সাকিবের তুলনায় হামজা অনেক বড় মাপের খেলোয়াড়। তিনিই হবেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ১ নম্বর সুপারস্টার। হামজা এ ব্যাপারে পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন, কারও সঙ্গে তুলনা করা ঠিক হবে না। হামজা বলেন, ‘সাকিবের সঙ্গে তুলনা করাটা হাস্যকর। উনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় তারকা। যাকে মেগাস্টার বলব। ক্রিকেটে বেশ কয়েকবার বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পেয়েছেন তিনি। এমন উঁচুমানের খেলোয়াড় নিয়ে আমিও গর্ববোধ করি। বিদেশের মাটিতে বাংলাদেশ যখন ক্রিকেট খেলত তখন নজর থাকত সাকিবের দিকেই।’