‘২০২৫ ওএক্স’ নামের একটি গ্রহাণু আগামীকাল পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। গ্রহাণুটির আকার একটি বিমানের সমান এবং এটি পৃথিবী থেকে প্রায় ২৮ লাখ ১০ হাজার মাইল দূর দিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এসব তথ্য জানিয়েছে।
সাধারণভাবে ১৫০ মিটারের বেশি বড় এবং পৃথিবীর আশেপাশে ঘুরে বেড়ানো গ্রহাণুগুলোকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তবে নাসার তথ্য অনুযায়ী, ২০২৫ ওএক্স গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (মহাকাশযান চলাচল নিয়ন্ত্রণ গবেষণা কেন্দ্র) বিশেষজ্ঞ ইয়ান ও’নিল জানিয়েছেন, এ ধরনের গ্রহাণুর পৃথিবীর পাশ দিয়ে যাওয়া নিয়মিত ঘটনা। তিনি বলেন, ‘আমরা জানি এটি কোথায় আছে এবং আগামী ১০০ বছরেও কোথায় থাকবে, সেটাও জানি।’
এদিকে আগামী সপ্তাহে আরও একটি গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার কথা রয়েছে। সেটির নাম ‘২০২৫ ওডব্লিউ’। এর আকার প্রায় ২১০ ফুট এবং এটি ২৮ জুলাই পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে।
নাসার সেন্টার ফর নিয়ার–আর্থ অবজেক্ট স্টাডিজের বিশেষজ্ঞ ডেভিড ফার্নোচিয়া জানিয়েছেন, ২০২৫ ওএক্স গ্রহাণুটি দূরবিন দিয়ে দেখা সম্ভব নয়। তবে ২০২৯ সালে ‘অ্যাপোফিস’ নামের আরেকটি গ্রহাণু পৃথিবীর আরও কাছাকাছি, মাত্র ৩৮ হাজার কিলোমিটারের মধ্যে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এই গ্রহাণুগুলোর গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করছে নাসা।
বিডিপ্রতিদিন/কবিরুল