জয়া বার্লিন ও জ্যাকব দম্পতির সংগ্রামের গল্প এখন মুখে মুখে। অক্লান্ত পরিশ্রম করে তারা গড়ে তুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র। সেই প্রশিক্ষণ কেন্দ্রে এখন কাজ করছেন কয়েক শ নারী। শুধু নারীদের প্রশিক্ষণই নয়, তাদের জীবনমান উন্নত করতে দেওয়া হচ্ছে নানা সুবিধা। জয়া বার্লিনের ট্রেনিং সেন্টারে যারা কাজ করছেন তাদের অনেকেই মানব পাচারের হাত থেকে রক্ষা পেয়েছেন। কেউ নির্যাতনের শিকার হয়েছেন। আবার কেউ একেবারেই হতদরিদ্র। অনেকেই আছেন প্রতিবন্ধী। আছেন স্বামী পরিত্যক্তারাও। ধর্ষণের শিকার হওয়া নারীরাও ঠাঁই পেয়েছে জয়া-জ্যাকবের প্রশিক্ষণ কেন্দ্রে। হাতে তৈরি নকশিকাঁথা, ব্যাগ, হোম ডেকোরেশনের বিভিন্ন পণ্য, পাটের তৈরি হ্যান্ড ব্যাগ, টিস্যু বক্স কভার, পুতুল, হাতের কারুকাজ করা পাঞ্জাবিসহ নানা ধরনের পণ্য উৎপাদন হচ্ছে জয়া বার্লিন-জ্যাকবের প্রতিষ্ঠিত ‘বিজয় ক্রিয়েশন’ নামের প্রতিষ্ঠানে। আর এসব পণ্য দেশের গ-ি পেরিয়ে যাচ্ছে সুদূর আমেরিকায়। ২০১২ সালে জার্মান নাগরিক স্বামী জ্যাকবের হাত ধরে বাংলাদেশে আসেন আমেরিকায় জন্ম নেওয়া জয়া বার্লিন। এসেই এ দেশের মানুষের দুঃখ-দুর্দশা দেখে তার মন কেঁদে ওঠে। এখানে এসে নানা ধরনের সামাজিক কর্মকা-ে জড়িয়ে পড়েন। যারা মানসিকভাবে বিপর্যস্ত তাদের আর্ট-থেরাপি ও প্লে-থেরাপির মাধ্যমে সুস্থ করার কাজ করেন মানসিকভাবে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এ দম্পতি। হতদরিদ্র নারীদের দুঃখ-দুর্দশা, পাচার হওয়া নারীদের কষ্ট, প্রতিবন্ধীদের নানা সমস্যা, গরিব ছেলেমেয়েদের পড়ালেখা করতে না পারার বিষয়টি জয়া বার্লিনকে বেশ নাড়া দেয়। তিনি পণ করেন এসব হতদরিদ্র, অসহায় মানুষদের জন্য কিছু করবেন। ফলে আমেরিকায় ফিরে যাওয়ার আশা ছেড়ে দেন। স্বামী, ছেলে-মেয়েদের নিয়ে বাংলাদেশে থেকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। আর সেই ইচ্ছা থেকেই সরকারের অনুমতি নিয়ে ফরিদপুরে শুরু করেন তার কর্মকা-। জয়া বার্লিন জানান, আমেরিকায় তার যত সম্পত্তি ছিল সব কিছুই তিনি বিক্রি করে দিয়েছেন। তার সেই অর্থ দিয়ে গড়ে তোলা হয়েছে কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র। এসব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইতোমধ্যে দুই হাজারের বেশি নারী প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বী হয়েছেন। তার এই প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে পাঁচ শতাধিক নারী প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ নেওয়া এসব নারী উৎপাদন করছে বিভিন্ন ধরনের পণ্য। আর এসব পণ্য বিক্রি করে যে আয় হচ্ছে তার একটি অংশ পাচ্ছে পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত নারীরা। এক ছেলে ও চার মেয়ে নিয়ে ফরিদপুর শহরের ঝিলটুলীতে ভাড়া বাসায় থাকছেন জয়া-জ্যাকব দম্পতি। এ দেশের মানুষের প্রতি তাদের দরদ রয়েছে বেশ। ফলে পাঁচ ছেলে-মেয়ের নামও রেখেছেন বাংলায়। ছেলের নাম আনন্দ, আর চার মেয়ের নাম হাসি, খুশি, সুখী ও মিষ্টি। জ্যাকব জানান, তারা এ দেশের হতদরিদ্র, অসহায় মানুষের জন্য কিছু করতে চান। এ দেশের হতদরিদ্র, অসহায়, নির্যাতিত মানুষ যাতে ভালোভাবে জীবন চালাতে পারে সে জন্যই নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ফরিদপুর থেকে যে যাত্রা শুরু করেছি, সরকারের অনুমতি পেলে সারা দেশে অসহায় মানুষকে স্বাবলম্বী করতে তা ছড়িয়ে দেওয়া হবে। জয়া-জ্যাকবের প্রতিষ্ঠিত ‘বিজয় ক্রিয়েশন’ নামের প্রতিষ্ঠান থেকে উৎপাদিত হাতের কারুকাজ করা বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির আশা করেছে প্রতিষ্ঠানটি। দেশের পাটজাত পণ্য বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ভিনদেশি জয়া-জ্যাকবের এ প্রচেষ্টা বেশ সাড়া ফেলেছে ফরিদপুরবাসীর মাঝে। এ দম্পতির কাজে সহযোগিতা করছেন স্থানীয়রা।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
অসহায় নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য ভিনদেশি দম্পতির লড়াই
যুক্তরাষ্ট্রের বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে এসে হতদরিদ্র মানুষের সেবায় কাজ করছেন জয়া বার্লিন ও জ্যাকব দম্পতি। কয়েক বছর ধরে নিজেদের উপার্জিত অর্থ দিয়ে গড়ে তুলেছেন কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র। সেসব কেন্দ্রে এখন কাজ করছেন কয়েক শ নারী...
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর