শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কয়েকজন শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা শুরু করেছেন। জীবনের দায়বদ্ধতা আর স্বপ্নপূরণের মাঝপথে দাঁড়িয়ে নিজের খরচ নিজেরাই আয় করছেন। ছেলেদের তিনটি আবাসিক হলের মাঝে বিকাল হলেই দেখা মেলে কেউ কলা, মধু, দই-চিড়া, কেউ কেউ আবার ডিম ও খেজুর বিক্রি করছেন। এই উদ্যোক্তাদের বড় সামাজিক বার্তার বাহক হিসেবে দেখছেন অনেকে। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, কাজকে ছোট না ভাবা এবং স্বপ্নের পেছনে ছুটে চলাই যেন এই শিক্ষার্থীদের পথনির্দেশনা। সারা দিন ক্লাস, পরীক্ষা, সেমিনার ও অ্যাসাইনমেন্টের ব্যস্ততা তবুও দমে যাচ্ছেন না তারা। দিনদিন আরও শিক্ষার্থী এগিয়ে আসছেন বিকল্প উপার্জনের পথে। পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে হাতেকলমে জীবনের পাঠ নিচ্ছেন তারা। শুধু অর্থনৈতিক কারণ নয়, অনেকে এটি দেখছেন বাস্তব জীবনের প্রস্তুতির অংশ হিসেবে। ব্যবসার মাধ্যমে অনেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, শিখছেন বাজার বিশ্লেষণ, গ্রাহক ব্যবস্থাপনা ও আয়-ব্যয়ের হিসাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন, এই উদ্যোগ শুধু আর্থিক স্বাবলম্বন নয়, পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, উদ্যম ও সমস্যা মোকাবিলার ক্ষমতাকেও বাড়িয়ে দিচ্ছে। উদ্যোক্তা হওয়ার ইচ্ছে থাকলেও কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন এই স্বপ্নবাজ উদ্যোক্তারা। বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত জায়গা, স্টল অনুমোদন না থাকায় রাস্তায় দাঁড়িয়ে খোলা আকাশের নিচে পণ্য বিক্রি করতে হচ্ছে তাদের। সিলেট বৃষ্টিপ্রবণ অঞ্চল হওয়ায় বৃষ্টি হলে ব্যবসা বন্ধ রাখতে হয় তাদের। অস্থায়ী দোকান বা ছোট ব্যবসার জন্য নির্ধারিত কোনো জায়গা না থাকায় অনেক সময় নিরাপত্তা ও অবকাঠামোগত সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও জানিয়েছেন এ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে স্টল কিংবা নির্দিষ্ট জায়গা থাকলে অন্য শিক্ষার্থীরাও ব্যবসায় আগ্রহী হতেন বলে জানিয়েছেন অনেকেই। তরুণ উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, সারা দিন ক্লাস পরীক্ষা শেষে বিকালে কিছু সময় আমরা কয়েকজন পুষ্টিকর খাবার সরবরাহ করে থাকি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সীমিত আকারে স্টল কিংবা ছাউনির ব্যবস্থা করলে সবার জন্য ভালো হতো।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রের শীর্ষ ক্রেডিট রেটিং কেড়ে নিল মুডিজ
- বরিশালে বিপুল পরিমাণ গলদা রেণু উদ্ধার
- টটেনহ্যামকে হারাল ভিলা
- ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
- এবার ফারাক্কা বাঁধ প্রকল্পের ওপর সামরিক মহড়া দিল ভারত
- ‘বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
- ইউক্রেনে বেসামরিক বাসে ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯
- তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- ইউক্রেনের হয়ে যুদ্ধ, অস্ট্রেলিয়ার নাগরিককে ১৩ বছরের কারাদণ্ড রাশিয়ার
- ভারতে এবার তুর্কি ব্র্যান্ডের পোশাক বিক্রি বন্ধ করল মিন্ত্রা-আজিও
- কলম্বিয়ায় পাঁচ মাসে ৬৬ হাজার মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
- ইপিএলে ইউনাইটেডকে হারিয়েছে চেলসি
- ইয়েমেনের বিভিন্ন জায়গায় ইসরায়েলের ব্যাপক হামলা
- পিএসএলে যোগ দিলেন সাকিব
- বিশেষ চিপ নিয়ে আসছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’
- ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক রোস্টন চেজ
- ১০ লাখ গাজাবাসীকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা আমেরিকার
- শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদ্ণ্ড
- আইপিএল: মুস্তাফিজকে দলে নিয়েও বড় বিপদে দিল্লি
- পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে, রাজনাথের হুঁশিয়ারি