বাগেরহাটের রামপালে মেডিকেল ক্যাম্পে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও দৃষ্টি উন্নয়ন সংস্থার সহায়তায় রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে এ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. বেলায়েত হোসেন।
সকাল ১০টা শুরু হওয়া ফ্রি চক্ষু চিকিৎসা সেবা চলে বিকাল ৪টা পর্যন্ত। এ সময় বিশেষজ্ঞ ডাক্তাররা ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করেন। বাছাইকৃত ছানি রোগীদের ঢাকায় অপারেশন করে লেন্স সংযোজন করা হবে। চোখের অল্প সমস্যাজনিত রোগীদের প্রাথমিক চিকিৎসাসহ ফ্রি ওষুধ দেওয়া হয়। বয়স্কজনিত কারণে চোখে কম দেখা রোগীদের জন্য ফ্রি চশমা দেওয়া হয়েছে।
বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই অন্ধত্ব প্রতিরোধ করতে ২০০৯ সাল থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে আসছি। এ পর্যন্ত লক্ষাধিক রোগীকে সম্পূর্ণ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এদের মধ্যে সাড়ে ৬ হাজার রোগীর চোখের অপারেশন করা হয়েছে। শুক্রবার আরও ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে বাছাইকৃত চোখের ছানি ও নেত্রনালীর রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশন করিয়ে দেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল