পাকিস্তানের করাচি শহরে শুক্রবার সকালে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছেন আরও অনেকে—এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী সংস্থা।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে। ভবন ধসের পরপরই উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়াদের বের করে আনতে কাজ শুরু করেন।
স্থানীয় পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ এবং ছয়জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ভবনটিতে প্রায় শতাধিক মানুষ বসবাস করতেন।
উদ্ধার অভিযান পরিচালনাকারী সংস্থা এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি সাদ এধি বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে জীর্ণ অবস্থায় ছিল। তার ভাষায়, “এখনো অন্তত ৮ থেকে ১০ জন মানুষ ধ্বংসস্তূপে আটকে আছেন।” যদিও তিনি নিহতের সংখ্যা চারজন বলেই উল্লেখ করেন।
উল্লেখ্য, ২৪ কোটিরও বেশি জনসংখ্যার পাকিস্তানে ছাদ ও ভবন ধসের ঘটনা প্রায় নিয়মিত। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, দুর্বল নির্মাণপ্রক্রিয়া এবং নিরাপত্তা মান না মানার কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে দুই কোটির বেশি জনসংখ্যার করাচিতে এই সমস্যা আরও প্রকট। পুরাতন অবকাঠামো, অবৈধ সম্প্রসারণ এবং ভবনবিধিমালার শিথিল প্রয়োগ করাচিকে ভবন ধসের ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করেছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/আশিক