কক্সবাজারে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অ্যামোনেশনসহ ৩ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মহেশখালী উপজেলার মাঝের ডেইলের আনজু মিয়ার পুত্র শাহ আলম (৪০), বড় মহেশখালীর দেবেঙ্গা পাড়ার আয়ুব আলীর পুত্র আব্দুল জলিল (২৯), উখিয়া উপজেলার আব্দুল লতিফের পুত্র আদিল প্রকাশ আদিল্লা (৩৫)।
র্যাব-১৫ এর সহকারি পরিচালক আ. ম ফারুক শুক্রবার বিকালে জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প হতে অস্ত্র সরবরাহ করে অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে ৩ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল শুক্রবার ভোরে কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশীয় আগ্নেয়াস্ত্র, ৬১টি তাজা কার্তুজ, ৮টি বিদেশী পিস্তলের তাজা কার্তুজ, ১টি স্মার্ট ফোন, ২ টি বাটন ফোন, ১টি ইজিবাইক ও নগদ টাকাসহ ৩ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অস্ত্র ও অ্যামোনেশনগুলো অবৈধ অস্ত্র ব্যবসায়ী শাহ আলম ক্রয় করার পর অটো চালক আব্দুল জলিলের সাথে যোগাযোগ করে বিকাশে টাকা পাঠায় এবং টাকা বুঝে পাওয়ার পর অটো চালক আব্দুল জলিল শাহ আলমের নির্দেশে উখিয়ার মাদারবুনিয়া হতে অস্ত্র ও গুলি নিজের অটো রিকশা করে শাহ আলম ও আরেক অস্ত্র ব্যবসায়ী আদিলকে বুঝিয়ে দিতে কক্সবাজার শহরের মেরিন ড্রাইভ হয়ে দরিয়ানগর ব্রীজের উত্তর পাশে নিউ চিশতিয়া হ্যাচারি সামনে আসে।
এসময় র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং অস্ত্রগুলো উদ্ধার করে। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী ও উদ্ধাকৃত অস্ত্র-গুলির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হাস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম