চট্টগ্রামের ফটিকছড়িতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে দুটি পর্ব ছিল। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় শপথ অনুষ্ঠানে সংযুক্ত থাকা হয়। দ্বিতীয় পর্বে স্থানীয় পর্যায়ে নারী ও শিশুর সুরক্ষা, মানবাধিকার ও সমাজগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা হয়।
শপথ অনুষ্ঠানে সমাজসেবা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সেবাগ্রহীতা ও উপকারভোগীরা অংশ নেন। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সম্মিলিত সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
শপথপত্রে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন রোধ, অন্যায়-দুর্নীতি ও বৈষম্য দূর করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার করেন। তাঁরা মাতৃভূমিকে দারিদ্র্য ও অপমানের গ্লানি থেকে মুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শফিউল্ল্যাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু নাসের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদ্বৈত রায়, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আমিন উল্লাহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সংগঠন ও সংস্থার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আশিক