আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যাদের রক্ত-ঘামে অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। যথাযথ সেবা প্রদানে ব্যর্থ হলে দূতাবাসের কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
রবিবার (১১ মে) এবি পার্টি মালয়েশিয়া শাখার উদ্যোগে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কোট-টাই পরা মানুষের অবদানের চেয়ে আমার দেশের কৃষক, কৃষকের ছেলে যারা আপনারা প্রবাসে রয়েছেন ও কৃষকের মেয়ে আমাদের বোন যারা গার্মেন্টসে কাজ করেন, তাদের অবদান অনেক বেশি। আপনারা রক্ত ঘাম করে বিদেশ থেকে ডলার পাঠান আর বাংলাদেশের তথা কথিত সাহেবরা সেই ডলার পাচার করে ইউরোপ আমেরিকায় আয়েশী জীবনযাপন করছে। আমাদের শ্রমিক ভাইয়েরা সঠিক সময়ে পাসপোর্ট পাচ্ছেন না, পুরাতন পাসপোর্ট যথা সময়ে নবায়ন করতে পারছে না। দীর্ঘ দিন মালয়েশিয়ায় আমাদের শ্রম বাজার বন্ধ রয়েছে। তা উন্মুক্ত করা যাচ্ছে না। যথাযথ সেবা প্রদানে ব্যর্থ হলে দূতাবাসের কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, আমরা প্রথম যখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলাম, প্রতিবাদ শুরু করেছিলাম ওই সময় অনেকেই আমাদেরকে বোকা মনে করতো। কিন্তু আমরা জানতাম কী করছি। আজ প্রমাণিত হয়েছে আমরা সঠিক ছিলাম। প্রবাসী ভাই-বোনেরা আপনারা যেহেতু উন্নত দেশে বসবাস করছেন, এর সুবিধা আপনারা জানেন। এখন আপনাদের দেশে বসবাসরত আত্মীয়-স্বজনদের বোঝাতে হবে, পুরাতন রাজনীতি দিয়ে আর দেশের কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। তাদেরকে বলতে হবে নতুন রাজনীতি ও রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে।
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বলেন, আমরা আমার বাংলাদেশ পার্টি গঠন করেছি সেবা ও সমস্যা সমাধানের রাজনৈতিক স্লোগান নিয়ে। প্রবাসী ভাইবোনদের যে সমস্ত সমস্যা শুনছি, তা নিয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে কথা বলবো। সমস্যার সমাধান না করলে তিনি কোনো ভাবেই দূতাবাসের কর্মকর্তা হিসেবে থাকতে পারেন না।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি মালয়েশিয়ার দায়িত্বশীল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি, যেন নতুন করে দ্রুততম সময়ে মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব হয়।
সভাপতির বক্তব্যে ড. বেলাল বলেন, আমরা মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে চেষ্টা করছি। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সমস্যা নিয়ে দেশের ও মালয়েশিয়ার সরকারের সাথে কথা বলবো।
এবি পার্টির মালয়েশিয়া শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ড. মুহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. সোহেল মাসুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় এবি পার্টি মালয়েশিয়া শাখার নারী বিষয়ক সম্পাদক শবনম রহমান, এনসিপি মালয়েশিয়া শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক, যুগ্ম আহবায়ক প্রফেসর ড. মঈনুদ্দিন খন্দকার ও মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী দাতুক হাজী সারোনি বক্তব্য দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউল আজম সাকিব, বদরুল হুদা খান, এবি যুবপার্টির নেতা সাহেব আলী, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, মাহমুদুল হাসানসহ এবি পার্টি মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ ও মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিডি প্রতিদিন/নাজিম