ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী। গতকাল বিকালে ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক বলেন, শনিবার মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে একটি মামলা হয়। মামলাটি করেন কাসেমীর স্ত্রীর মামী। মামলায় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, মামুনুর রশিদ কাসেমী তামান্না হাতুনকে বিয়ে করার পর সংসার করেন এবং পরে তালাকও দেন। পরে আবার বিয়ে করবেন বলে ওই নারীকে নিজের হেফাজতে রেখে ধর্ষণ করেন।