মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের নেটওয়ার্ক (টাওয়ার) সচল রাখার দায়িত্বে নিয়োজিত ইডটকো বাংলাদেশ লিমিটেড এবং সার্বস কমিউনিকেশন লিমিটেডের অপহৃত চার টেলিকম কর্মীকে উদ্ধারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট টেলিকমিউনিকেশন কর্মচারী ইউনিয়ন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইউনিয়নের সভাপতি মো. মাকসুদুর রহমান রাকিব। সংবাদ সম্মেলনে ইউনিয়নের সহসভাপতি আলিউজ্জামান, সাধারণ সম্পাদক মানিকসহ অপহৃত টেলিকম কর্মীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউনিয়নের দাবিগুলো হচ্ছে অপহৃত সব কর্মীকে অবিলম্বে জীবিত ও সুস্থ উদ্ধার, অপহরণকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, পার্বত্য অঞ্চলে টেলিকম খাতের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ, টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও তদারকি বৃদ্ধি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের আন্তরিক ও দ্রুত পদক্ষেপ গ্রহণ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯ এপ্রিল বেলা ১১টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ুবখালীতে রবি টাওয়ারে কাজ করার সময় মো. ইসমাইল মিয়া ও আব্রো মারমা অপহৃত হন। একইভাবে ৫ জুন সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের কর্ণফুলী বাজার এলাকায় রবি টাওয়ারে দায়িত্ব পালনকালে মোহাম্মদ সুমন ইসলাম ও আবদুর রহিম সন্ত্রাসীদের হাতে অপহৃত হন। এখন পর্যন্ত থানা বা সংশ্লিষ্ট মোবাইল কোম্পানি তাঁদের কোনো সন্ধান দিতে পারেনি।