পশ্চিমবঙ্গের মাঝগঙ্গায় দুর্ঘটনার মুখে বাংলাদেশি জাহাজ ‘এমভি সোহান মালতি’। বৃহস্পতিবার বিকালের দিকে ছাইবোঝাই ওই জাহাজটিতে ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে। এরপর আস্তে আস্তে সেটি একদিকে কাত হয়ে পানির তলায় ডুবতে শুরু করে। গতকাল সকালে দেখা যায় জাহাজটির বেশ কিছুটা অংশ পানিতে তলিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মুড়ি গঙ্গার মাঝনদীতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন এবং উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে অন্য আরেকটি ছোট জাহাজ গিয়ে ওই বাংলাদেশি জাহাজের মেরামতের কাজ শুরু করে দেয়। যদিও ওই জাহাজটিতে থাকা আটজন কর্মীর প্রত্যেকেই নিরাপদে আছেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর আপাতত ওই আট কর্মীই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন।
জানা গেছে, এমভি সোহান মালতি নামে ওই জাহাজটি তিন দিন আগে ওই জেলারই বজবজ থেকে ছাই নিয়ে বাংলাদেশে ফিরছিল। বিকালের দিকে ওই জাহাজটিতে ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে।
এ ব্যাপারে সুন্দরবন জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, ‘জাহাজের কর্মীরা প্রত্যেকেই নিরাপদে আছেন।’