জাতীয়করণ থেকে বাদ পড়া ২৭টি মডেল স্কুলকে অবিলম্বে সরকারীকরণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের প্রতিনিধিরা। এ সময় তারা দুই দফা দাবি জানান। গত রবিবার জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠান’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তাদের দুই দাবি হলো- অবিলম্বে ২৭টি মডেল স্কুলকে সরকারীকরণ করতে হবে এবং এ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বা বৈষম্য যাতে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সারা দেশে ৩১৫টি মডেল স্কুল প্রতিষ্ঠা করেছিল, যেগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা ছিল। পরে ২০১৫ সালে এ স্কুলগুলোকে উপজেলা পর্যায়ে সরকারিকরণের অগ্রাধিকার দেওয়া হয়। তবে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির কারণে ২৭টি স্কুল সেই তালিকা থেকে বাদ পড়ে।
জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেন বলেন, ২০১৬ সালে ১১৯টি মডেল স্কুল সরকারিকরণ করা হলেও পরবর্তী তালিকায় স্থানীয় সংসদ সদস্যদের প্রভাবের কারণে ২৭টি যোগ্য প্রতিষ্ঠান বাদ পড়ে। সম্প্রতি নতুন ১১টি স্কুল সরকারি করা হয়েছে, যা বঞ্চনার শিকার এই ২৭টি স্কুলের প্রতি বৈষম্যকে আরও বাড়িয়ে তুলেছে।
সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বলেন, এ স্কুলগুলো সরকারি সব শর্ত পূরণ করা সত্ত্বেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিভিন্ন সময়ে সরকারের কাছে স্মারকলিপি ও আবেদন জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি।