চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চালু হয়েছে পৃথক ২০ শয্যার শিশু কিডনি ওয়ার্ড। গতকাল সকাল ৯টায় হাসপাতালের দ্বিতীয় তলায় নতুন এ ওয়ার্ডের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএনএসবির সাবেক সভাপতি শিশু কিডনি চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ হানিফ। হাসপাতালের শিশু কিডনি ওয়ার্ডের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সনৎ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, উপপরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আবদুর রব, চট্টগ্রাম মেরিন সিটি হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বাসনা রানী মুহুরী, কিডনি বিভাগের প্রধান প্রফেসর ডা. নুরুল হুদা, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ মুছা মিয়া।
বিপিএর সাবেক সদস্যসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ডা. গোলাম হাবিব ও ডা. কিরিটি প্রসাদ দেব।
প্রধান অতিথি প্রফেসর ডা. মোহাম্মদ হানিফ বলেন, চমেক হাসপাতালে শিশু কিডনি রোগীর জন্য আলাদা ওয়ার্ড চালু হলো। এর মাধ্যমে শিশু কিডনি রোগীর জন্য আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। শিশু স্বাস্থ্যসেবায় নবতর এক অধ্যায়ের সূচনা হয়েছে। দেশে শিশু কিডনি রোগী বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। দেশে এখন চিকিৎসাসেবার মান বেড়েছে। এখানে রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা পাবে। ঢাকা নির্ভরতা কমে আসবে।