ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, ‘ধর্মীয় ও সামাজিক মূল্যবোধবিবর্জিত নারীবিষয়ক সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে।’ বিতর্কিত কমিশন বিলুপ্ত করে এ দেশের মানুষের চিন্তাচেতনা ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষ এবং পুরুষ অধিকার কর্মীদের প্রতিনিধিসহ নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের দাবি জানান তিনি। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে শহীদ হালিম মিলনায়তনে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও ইসলামি দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। এস এম ফরিদ উদ্দীন আরও বলেন, ‘এ প্রতিবেদনের মাধ্যমে ইসলাম ধর্ম ও এর বিধিবিধানকে প্রশ্নবিদ্ধ করে একটি নতুন মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
প্রতিবেদনের প্রতিটি পর্যায়ে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এমনকি সংবিধান থেকে ‘ইসলাম’ ধর্মের প্রাধান্য বাদ দেওয়ার মতো অযাচিত সুপারিশও করা হয়েছে।’
সেমিনারে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শাকুর, মাওলানা মোহাম্মদ মুসা প্রমুখ।