আগামী ১২ অক্টোবর থেকে বিনামূল্যে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫" এর কার্যক্রম শুরু হবে। যা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েডের টিকা পাবে। তবে টিকাদান প্রকল্পে বরাদ্দকৃত জনবলের প্রায় ৪০ শতাংশ পদ শূন্য থাকায় টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলরুমে "বাংলাদেশে টিকা কার্যক্রমের সাফল্য, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয়" শীর্ষক একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে আসে। সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. নিজাম উদ্দিন এবং ইউনিসেফ বাংলাদেশ হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ চিফ ডা. চন্দ্রশেখর সোলোমন, ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন পরিচালিত উক্ত গবেষণা প্রকল্পের পলিসি অ্যাডভাইজার অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, টিকাদান কর্মসূচির মাধ্যমে প্রতি বছর ৯৪ হাজার শিশুর মৃত্যু প্রতিরোধে সক্ষম হয়েছে বাংলাদেশ। ইপিয়াই'র মাধ্যমে ৫ বছরের নিচে শিশু মৃত্যুহার ৮১.৫% হ্রাস, পোলিও নির্মূল, মাতৃ ও নবজাতক ধনুষ্টঙ্কার (এমএনটি) নির্মূল, হেপাটাইটিস নিয়ন্ত্রণ এবং কিশোরী মেয়েদের মধ্যে ৯৩% এইচপিভি টিকা কভারেজ অর্জিত হয়েছে।
জনবলের ঘাটতি থাকায় টিকাদান কার্যক্রমের সম্প্রসার বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে সম্মেলনে বলা হয়, টিকাদান কার্যক্রমের সম্প্রসারণে কিছু চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। প্রকল্পে বরাদ্দকৃত জনবলের প্রায় ৪০% পদ এখনও শূন্য, যার মধ্যে স্বাস্থ্য সহকারী (এইচএ) সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচাই) স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) ইপিআই টেকনিশিয়ান/পর্যবেক্ষকসহ ইপিআই সদর দপ্তরের ৪৩% পদও শূন্য। তাছাড়া ৪০ জেলায় টিকাদান কর্মী নিয়োগ এখনও সম্পন্ন হয়নি। জেলা পর্যায়ে কোল্ড চেইন টেকনিশিয়ানের পদে শূন্যতার হার ৫৩%। বাজেট বরাদ্দে দেরি এবং ৫ম HPNSP অনুমোদনের বিলম্ব টিকা ক্রয়, পরিবহন ও বিতরণে বাধা সৃষ্টি করছে। যার ফলে জেলা পর্যায়ে টিকার ঘাটতি দেখা যাচ্ছে।
সম্মেলনে বলা হয়, জনস্বাস্থ্য উন্নয়নে টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করতে সরকারের উচিত অবিলম্বে শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা, সিটি কর্পোরেশন এলাকায় নিজস্ব টিকাদান কর্মী নিয়োগ করা এবং বাজেট বরাদ্দ ও বিতরণ দ্রুত নিশ্চিত করা।
"টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫" প্রসঙ্গে বলা হয়, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া বিনামূল্যে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫" এর কার্যক্রমের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে সারাদেশে ৫ কোটি ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। যা আগামী আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।
বিডি প্রতিদিন/আরাফাত