টাইফয়েড প্রতিরোধে দেশব্যাপী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কর্মসূচি শুরু হতে হচ্ছে। কক্সবাজারে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৯ লাখ ৯৩ হাজার শিশু এই টিকা পাবে।
জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে শতভাগ টিকাদান নিশ্চিত করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। অক্টোবর পর্যন্ত ৭০ শতাংশ শিশু টাইফয়েড টিকাদানের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আ. মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কক্সবাজার পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম জানান, কক্সবাজার পৌরসভার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৯টি কেন্দ্র টিকাদানের জন্য খোলা হয়েছে। স্থানীয় জনসাধারণের জন্য ৪৮টি কেন্দ্র এবং দুইটি স্থায়ী কেন্দ্র খোলা হয়েছে।
কক্সবাজার পৌরসভার ৪১ হাজার ৪৯২ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮ অক্টোবর পর্যন্ত ২০ হাজার ৪৯৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এখনো ৫০ শতাংশ শিক্ষার্থী ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি।
টিকাদানের জন্য কক্সবাজার পৌরসভায় ২৮ জন টিকাদানকারী, ৩২ জন স্বেচ্ছাসেবক এবং ৬ জন সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল