ভারতে বর্ণবৈষম্যের অভিযোগে এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তার নাম অমনিত পুরান কুমার।
মঙ্গলবার দেশটির চন্ডিগড়ে নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন ওই কর্মকর্তা।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর আগে তিনি ১০ জন উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগের বিষয়টি উল্লেখ করে একটি সুইসাইড নোট লেখেন। তিনি তাদের বিরুদ্ধে বর্ণবৈষম্য, মানসিকভাবে হয়রানি ও নৃশংসতার অভিযোগ আনেন। অভিযুক্তদের মধ্যে আছেন হরিয়ানার পুলিশের মহাপরিচালক শত্রুঘ্ন সিং কাপুর ও রোহতাকের পুলিশ প্রধান নরেন্দ্র বিজারনিয়া। অমনিতের স্ত্রী ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন, এটি কোনও সাধারণ আত্মহত্যার ঘটনা নয়। এটি আমার স্বামীর ওপর নির্যাতনের প্রত্যক্ষ ফলাফল। তারা আমার স্বামীকে মানসিকভাবে অত্যাচার করে তাকে এ পর্যায়ে এনেছে। তার কাছে আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় ছিল না। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অমনিত কুমারের মেয়ে তাকে মৃত অবস্থায় পান। অমনিত হরিয়ানা সরকারের বৈদেশিক সহযোগিতা বিষয়ক কর্মকর্তা ছিলেন।
সুইসাইড নোটে অমনিত লেখেন, ২০২০ সালে আমবালা পুলিশ স্টেশনে একটি মন্দিরে যাওয়ার পর তার বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক আচরণ শুরু হয়। ওই সময় হরিয়ানার ডিজিপি এসএইচ মনোজ ইয়াদভ তার বিরুদ্ধে প্রথম বৈষম্যমূলক আচরণ শুরু করেন। অমনিত অভিযোগ করে বলেন, তারা তাকে অর্জিত ছুটিও মঞ্জুর করেনি। যার কারণে তিনি শেষবারের মতো তার পিতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, এএনআই
বিডি প্রতিদিন/একেএ