কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিবেশের জন্য বিপর্যয়কারী ৭৬ বস্তা ভেজাল জৈব সার ধ্বংস করেছে উপজেলা কৃষি বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের এক সার ডিলারের গোডাউনে জব্দকৃত জৈব সার ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আব্দুল জব্বার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট এক কৃষকের অভিযোগের প্রেক্ষিতে এক সার ডিলারের গোডাউনে অভিযান চালায় স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সেসময় ওই গোডাউন থেকে ৮৫ বস্তা ভেজাল টিএসপি ও ৭৬ ভেজাল জৈব সার জব্দ করা হয়। পরে ওই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেন আদালত। পরে জব্দকৃত সার পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করে তা ভেজাল প্রমাণিত হওয়ায় আজ বৃহস্পতিবার ৭৬বস্তা সার ধব্বংস করা হয়। এর আগেও ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার ধব্বংস করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন