জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হককে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে। একই সঙ্গে খুলনা বিভাগীয় মো. ফিরোজ সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তাকে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের দায়িত্ব দেওয়া হবে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের এ পদটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত