ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও কৃত্রিমভাবে সৃষ্টি করা ভয়াবহ দুর্ভিক্ষের বাস্তব চিত্র তুলে ধরে বগুড়ায় প্রতিবাদী র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের সাতমাথায় বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে গাজার ধ্বংসস্তূপ, ক্ষুধার্ত শিশু, আহত নাগরিক ও ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর বাস্তব চিত্র সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীরা ‘গাজা আজ রক্তে ভাসছে’, ‘মানবতা বাঁচাও’, ‘আগ্রাসন বন্ধ করো’ ইত্যাদি স্লোগান লিখিত ব্যানার হাতে বিক্ষোভ র্যালি করেন।
র্যালিটি সাতমাথা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাতমাথায় গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর নিরীহ নারী-শিশু হত্যা, খাদ্য, পানি, ওষুধ বন্ধ করে মানবতাকে হত্যা করা হচ্ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রদর্শনী ও র্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল