গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি-সংক্রান্ত চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়নে হামাস ও ইসরায়েলের সম্মতি ঘোষণার পরপরই এই শান্তি পরিকল্পনার কঠোর সমালোচনা করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটির মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা গাজার ফিলিস্তিনিদের দুই বছরের দুর্ভোগ মোচনে অত্যন্ত দুর্বল এবং ‘ত্রুটিপূর্ণ’।
বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এসব কথা বলেন।
এই যুদ্ধবিরতির ঘোষণাকে দুই বছরের দুর্ভোগের পর ‘বিলম্বিত পদক্ষেপ’ বলে মন্তব্য করে ক্যালামার্ড বলেন, ফিলিস্তিনিরা যা সহ্য করেছে, এই চুক্তি তা ‘মুছে ফেলবে না’। অবিলম্বে গাজার ওপর থেকে ইসরায়েলের শ্বাসরুদ্ধকর অবরোধ তুলে নেওয়া এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক সাহায্যের ‘বাধাহীন প্রবাহ’ নিশ্চিত করতে হবে।
অ্যামনেস্টি প্রধান আরও বলেন, টেকসই যুদ্ধবিরতি চুক্তি সফল হতে হলে অবশ্যই তাৎক্ষণিকভাবে ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে। একইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারির অবসান এবং সেখানে চালু ‘বর্ণবাদী ব্যবস্থা’ ভেঙে দেওয়ার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
ক্যালামার্ডের মতে, বর্তমান পরিকল্পনা এই মৌলিক বিষয়গুলো সমাধানে ব্যর্থ। তিনি যোগ করেন, এই পরিকল্পনা নৃশংস অপরাধের শিকারদের জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে বা অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ। সূত্র: আমনেস্টি, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ