বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ করা হয়েছে। সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বোরায় মাঠে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ চারা রোপণ কার্যক্রমের উব্দোধন করা হয়।
আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে ১০ মাইল পর্যন্ত মহাসড়কের পাশে ২০০ তাল গাছের চারা রোপণ করা হবে। এ কাজে সহায়তা করেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট হোসাইন আহমেদ তূর্য, এসআই ইয়াসিন আরাফাত, এএসআই রবিউলসহ সঙ্গীয় ফোর্সসহ অনেকে। এছাড়া এতে খুশি হয়ে এলাকার কৃষকেরা সেচ্ছাশ্রম দিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম