জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ।
বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এসময়ে তিনি আরও বলেন, প্রতিহিংসার দিন শেষ, সম্প্রীতির বাংলাদেশ।
সভায় বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের। টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জিহাদুল ইসলাম (বাবু)।
সভা শেষে আগামী নির্বাচনে দলীয় সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন