বিশ্বজুড়ে সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই পূজা উপলক্ষে নানা থিমে মণ্ডপ সাজানো হয় ভারতে। এবার সেই মণ্ডপে অসুর হিসেবে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ নিয়ে এক বিশ্লেষণী প্রতিবেদন করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক মণ্ডপে দেবী দুর্গা তার চিরাচরিত শত্রু মহিষাসুরের বদলে এক স্বর্ণকেশী, পেশীবহুল অসুরকে বধ করছেন। যার মুখাবয়ব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আদলে তৈরি। মণ্ডপটি উন্মোচিত হওয়ার পর থেকেই তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এটি মূলত ভারত ও আমেরিকার মধ্যকার বর্তমান ঠাণ্ডা সম্পর্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
ট্রাম্প কেন অসুর?
মণ্ডপ কমিটির সদস্যরা বলছেন, এই শিল্পকর্ম কেবল রাজনৈতিক ব্যঙ্গ নয় বরং বন্ধুত্বের একসময়ের সুদৃঢ় বাঁধন কেন আলগা হয়ে গেল, তারই বহিঃপ্রকাশ। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং ভারতের ওপর ক্রমাগত শুল্ক আরোপের বিরুদ্ধে জনগণের ক্ষোভই এখানে প্রতিফলিত হয়েছে।
মুর্শিদাবাদের এই দুর্গাপূজা কমিটির সদস্য সঞ্জয় বসাক সিএনএনকে বলেন, ভারত ও আমেরিকার সম্পর্ক আগে ভালো ছিল কিন্তু ট্রাম্প আসার পর থেকে তিনি ভারতকে দমন করার চেষ্টা করছেন। আমাদের পিষে ফেলার চেষ্টা করছেন। তাই আমরা ট্রাম্পকে সেই অসুর হিসেবে চিত্রিত করেছি, যাকে পরাক্রমশালী মা দুর্গা বধ করছেন।
সাম্প্রতিক বৈরীতার পটভূমি
একসময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যেকার হাউডি মোদী! এবং নমস্তে ট্রাম্প ইভেন্টগুলো দুই নেতার ব্যক্তিগত ঘনিষ্ঠতা ও রাজনৈতিক অংশীদারিত্বের এক সুস্পষ্ট চিত্র তুলে ধরেছিল। কিন্তু ট্রাম্পের পুনঃরায় ক্ষমতায় আসার পর থেকেই সম্পর্কে ফাটল ধরে।
চলতি বছর ট্রাম্প ভারতীয় অর্থনীতিকে মৃত বলে অভিহিত করেন। ভারতের ওপর তার প্রশাসনের সর্বোচ্চ শুল্কগুলি আরোপ করেন। এর অর্ধেক অংশ ছিল ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে শাস্তি এবং বাকি অর্ধেক ছিল ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ। বাণিজ্য ঘাটতি কমানোর প্রচেষ্টা।
ভারত এই শুল্ককে অন্যায্য আখ্যা দিলেও ট্রাম্প প্রশাসন নিজেদের অবস্থানে অনড় থাকে। এছাড়া, দক্ষ কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ এইচ-ওয়ানবি ভিসা আবেদন ফি ১ লাখ ডলার করার আকস্মিক সিদ্ধান্তে ভারতের পেশাদার মহলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এই সিদ্ধান্তকে অনেকেই ভারতীয় প্রতিভা ও উচ্চাকাঙ্ক্ষার ওপর ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখেন।
শিল্পে রাজনৈতিক প্রতিবাদের দীর্ঘ ঐতিহ্য
দুর্গাপূজার মণ্ডপগুলি পশ্চিমবঙ্গে বহু বছর ধরে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক উদ্বেগকে ফুটিয়ে তোলার একটি উন্মুক্ত শিল্পকলা গ্যালারিতে পরিণত হয়েছে। এর আগেও ওসামা বিন লাদেন (৯/১১-এর পর) বা চীনা নেতা শি জিনপিংকে (২০২০ সালের সীমান্ত সংঘাতের পর) অসুর রূপে চিত্রিত করা হয়েছে।
কলকাতার বাসিন্দা টুনীর মুখার্জি বলেন, এই ধরনের শিল্প ও রাজনীতির মিশ্রণ বাংলার সংস্কৃতির একটি বৈশিষ্ট্য। তাঁর মতে, ট্রাম্পকে মহিষাসুর রূপে দেখানো একটি সহজ কিন্তু শক্তিশালী বার্তা দেয়। ট্রাম্প ও তাঁর প্রশাসনের পশ্চাদপসরণকারী এজেন্ডা হলো আধুনিক সময়ের সেই অসুর, যাকে দেবী দুর্গার হাতে নিহত হতে হবে।
মণ্ডপ কমিটির সদস্যরা জানান, ট্রাম্পের এই প্রতিমা তৈরির কাজ প্রায় তিন মাস ধরে চরম গোপনীয়তার মধ্যে চলেছিল। শেষ মুহূর্তে তাঁর মুখাবয়ব চূড়ান্ত করা হয়। মণ্ডপ উন্মোচিত হওয়ার পর অনলাইনে এর ভিডিও ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ এটি দেখতে ভিড় জমায়, যা এর ব্যাপক জনপ্রিয়তা এবং জনমানসে বিষয়টি কতটা সাড়া ফেলেছে, তাই প্রমাণ করে।
বিডি প্রতিদিন/নাজমুল