নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র সোলাইমান (১৯) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় চার দিনের রিমান্ড শেষে আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আদালতে হাজির করে সিআইডি পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৮ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যা মামলায় আনিসুল হককে চার দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত। পরে জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ আগস্ট তাকে নারায়ণগঞ্জে আনে মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ। সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছিলেন। মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি এবং সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ ৫১ জনের মাম উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত