ইংল্যান্ডের ব্ল্যাকপুলে এক অভিনব ঘটনায় একটি কথা বলা তোতা পাখি মাদকচক্র ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হলুদ রঙের এই পোষা তোতার নাম ম্যাঙ্গো। তার মালিকের মাদক ব্যবসার গোপন তথ্য পুলিশের হাতে তুলে দিতে বড় ধরনের প্রমাণ জোগায় সে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় পুলিশের অভিযানে ওই এলাকায় কয়েকটি বাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও কোকেন উদ্ধার করা হয়। পুলিশের হাতে আসা এক ভিডিওতে শোনা যায়, ম্যাঙ্গো বলছে- "টু ফর ২৫! টু ফর ২৫!" যার অর্থ "দুইটি ২৫ পাউন্ড"। মাদক ব্যবসায়ীরা সাধারণত ক্রেতাদের সঙ্গে যোগাযোগে এ ধরনের কোড ব্যবহার করে থাকে।
প্রাথমিক তদন্তে চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত হয় অ্যাডাম গারনেট। ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত জেল থেকেই তিনি চক্রটি পরিচালনা করছিলেন। তার সেলে পাওয়া মোবাইল ফোনে মাদকের ভিডিও, ম্যাঙ্গোর সঙ্গে টাকার খেলা ও মাদক ব্যবসায়ীদের গান গাওয়ার দৃশ্য পাওয়া যায়।
তদন্তে আরও বেরিয়ে আসে অন্যান্য সহযোগীদের নাম। তারা হলেন- ডালবির সন্দু, শ্যানন হিলটন ও জেসন গ্যারান্ড। ল্যাঙ্কাশায়ার পুলিশ জানিয়েছে, ম্যাঙ্গো যখন অবৈধভাবে অর্জিত অর্থ নিয়ে খেলছিল, তখন চক্রের সদস্যরা অপরাধ নিয়ে গান গাইছিল ও গর্ব করছিল।
এই ঘটনা প্রমাণ করে, অপরাধ দমনে কখনও কখনও সাহায্য আসে একেবারে অপ্রত্যাশিত দিক থেকে, যেমন এই ক্ষেত্রে এলো একটি তোতা পাখির কাছ থেকে।
সূত্র- বিবিসি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ