বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন বলেছেন, লন্ডন থেকে শুধু খালেদা জিয়া নয়, দেশে ফিরছে আগামীর গণতন্ত্র। আর এই গণতন্ত্রের পথ উদ্ভাসিত হওয়ার জন্য তার সঙ্গে ফিরেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তিনি ফ্যাসিস্ট হাসিনার সময় দেশের বাহিরে ছিলেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য আজ সকালে রাজধানীর বনানী সুপার মার্কেটের বিপরীত পাশে নেতাকর্মীরা ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে অবস্থান নেন। এসময় সাংবাদিকদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে বেগম জিয়ার আগমনে ঢাকার রাজপথে তিলধারণের ঠাঁই নেই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে যেভাবে দমন ও নিপীড়ন চালানো হয়েছিল, আজকে তার প্রতিবাদ স্বরূপ ঢাকার রাস্তায় মানুষ দাঁড়িয়েছে। স্বৈরাচারের দোসরা এখনো গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বলতে চাই আজকে দেখে যান- 'বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশে ফিরেছে'।
বিডি প্রতিদিন/আরাফাত