বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, স্বাধীনতা সংগ্রামের গৌরবকে আড়াল করে বাংলাদেশ এগুতে পারবে না। গত ৫৪ বছরে এদেশের মানুষ বারে বারে প্রতারিত হয়েছে। স্বাধীনতা সংগ্রামের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করতেই ২০২৪ এর গণঅভ্যুত্থান। কারও হঠকারিতার গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না।
আজ বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, আমাদের হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবকে আড়াল করে আমরা সামনে এগুনো যাবে না। স্বাধীনতা সংগ্রামের গণআকাঙ্ক্ষা বারে বারে প্রতারিত ও পদদলিত হয়েছে। মুক্তিযুদ্ধের ঘোষণা-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বিপরীতে দেশকে ঠেলে দেয়া হয়েছে।পাকিস্তানি জমানার মত একদেশে দুই অর্থনীতি দুই সমাজ কায়েম হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করতেই ২০২৪ এর গণঅভ্যুত্থান। ২০২৪ এর গণঅভ্যুত্থানের প্রধান অঙ্গিকার হচ্ছে বাংলাদেশ আর পুরানো ফ্যাসিবাদী জমানায় ফিরে যাবে না।গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে ন্যূনতম জাতীয় সমঝোতা বিনষ্ট করা যাবে না। কারো কারো হঠকারিতা ও বাড়াবাড়ির কারণে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না।
এর আগে মহান স্বাধীনতা দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জ্বলে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে পার্টির নেতাকর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, অরবিন্দু বেপারী বিন্দু, পার্টির ঢাকা মহানগর কমিটি ও ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত