গাজীপুরে এক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজের বাংলোতে দুঃসাহসিক চুরি হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের কাজী আজিম উদ্দিন কলেজ রোডে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় ওই দুই বিচারকের বাংলোতে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে জিএমপির সদর থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করেছে। আটকরা হলো- মাসুম, মোজাম্মেল, মানিক মিয়া ও সবুজ। তাদের গতকাল দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়। এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজ রোড সংলগ্ন সরকারি বাসভবন ‘গোধূলী’ বাংলোতে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ বসবাস করেন। সাপ্তাহিক ছুটির কারণে তারা শনিবার রাতে বাসভবনে অনুপস্থিত ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল পৌনে ১১টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা ওই বাংলোর বারান্দার মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে। বিভিন্ন কক্ষ থেকে এসি ইনডোর ও আউটডোর, বৈদ্যুতিক সংযোগের তামার তার ও মাটির নিচের তার, বাসার কাপড়-চোপড়সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, মামলার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে কোর্টে চালান দেওয়া হয়েছে।