অসদাচরণের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তের মুখে আছেন হাই কোর্ট বিভাগের চার বিচারপতি। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রমের হালনাগাদ তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের চার বিচারপতির বিষয়ে বর্তমানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পূর্ণাঙ্গ তদন্তের পর রাষ্ট্রপতি দুজন বিচারপতিকে অপসারণ করেছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি খিজির হায়াতকে চলতি বছর ১৮ মার্চ এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে চলতি বছর ২১ মে অপসারণ করা হয়। এ ছাড়া অসদাচরণের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি হওয়ার পর গত ৩১ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন
বিচারপতি আখতারুজ্জামান। গত ৭ আগস্ট তাঁর পদত্যাপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হওয়ার পর হাই কোর্ট বিভাগের তিনজন বিচারপতি পদত্যাগ করেন। তাঁরা হলেন সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজা-উল হক ও এ কে এম জহিরুল হক। গত বছর ১৯ নভেম্বর তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এরপর গত ৩০ জানুয়ারি পদত্যাগ করেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন। সর্বশেষ পদত্যাগ করেন বিচারপতি মো. আখতারুজ্জামান। সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণের অভিযোগ তদন্ত ও অপসারণসংক্রান্ত সাংবিধানিক ফোরাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিম কোর্টের কোনো বিচারক দায়িত্ব পালনে অসমর্থ হলে বা কোনো বিচারকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। আপিল বিভাগের জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে প্রধান বিচারপতি এ কাউন্সিল গঠন করেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বর্তমান কাউন্সিলের দুই সদস্য হলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।