কলকাতা শহরের দোকান, অফিস, শপিং মল, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে হবে। এই নিয়ম পালন না করলে বাতিল হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স।
‘কলকাতা মিউনিসিপাল করপোরেশন’ (কেএমসি)- এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেছে। মেয়র ফিরহাদ হাকিমের এই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে হবে। কারণ কলকাতার অধিকাংশ মানুষ বাংলাতেই কথা বলেন, লেখেন এবং পড়েন। তাই জনস্বার্থেই বাংলায় নামফলক বাধ্যতামূলক করা হচ্ছে। সেক্ষেত্রে অন্য ভাষায় নামফলক থাকলেও বাংলায় লেখা বাধ্যতামূলক। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘আগামী ৩০ সেপ্টেম্বর দুর্গাপুজোর অষ্টমী।
তাই পুজো মৌসুমে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। উৎসব শেষ হলেই আইন কার্যকর করা হবে। যেসব দোকান বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলায় নাম লিখবে না, আমরা তাদের ট্রেড লাইসেন্স বাতিল করব।’