মেহেরপুরে বিএনপির দুই পক্ষের হাতাহাতির সময় ঘুসি খেয়ে মফেজ আলী নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জামাল আলীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে গ্রামের ঘোনার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে। স্থানীয়রা জানান, চায়ের দোকানে চা-পানের সময় স্থানীয় ইউপি সদস্য কাসেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে কিল-ঘুসি শুরু হয়। নিহত মফেজ একপর্যায়ে ঘুসি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, কীভাবে মফেজ মারা গিয়েছে- এর তদন্ত চলমান রয়েছে এবং ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে পুলিশ ও র্যাব গ্রামে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরা হলেন- শুকুর আলীর ছেলে প্রবাস ফেরত জিনারুল ইসলাম, সাবদার আলী ও তার ছেলে হাসানুজ্জামান।