মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে ৩৯৬ বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুকিত বিনতাংয়ে মঙ্গলবার রাতভর অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। অভিযানে অংশ নেন শতাধিক কর্মকর্তা। মাত্র দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় ৭৭০ অভিবাসী।
ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক বসরি ওসমান জানান, আটকদের মধ্যে ৩৯৬ জন বাংলাদেশি, যাদের মধ্যে দুজন নারী। এ ছাড়া ২৩৫ জন মিয়ানমার, ৭২ জন নেপাল, ৫৮ জন ভারত এবং ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। অন্য দেশের আরও নয়জনকেও গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, এদের অধিকাংশই মালয়েশিয়ায় অনুমোদিত সময়সীমার বেশি দিন অবস্থান, বৈধ কাগজপত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করার অভিযোগে আটক হয়েছেন। বসরি ওসমান বলেন, বুকিত বিনতাং অনেক দিন ধরেই অনিবন্ধিত অভিবাসীদের জন্য হটস্পট হয়ে উঠেছে। নাইটলাইফ ও শহরের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে এখানকার পরিবেশ তাদের আকৃষ্ট করে। তিন সপ্তাহ পর্যবেক্ষণের পরই অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, অবৈধ অভিবাসী শ্রমিক ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে মালয়েশিয়া।
এ লক্ষ্যে দেশটির বিভিন্ন রাজ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে ইমিগ্রেশন বিভাগ। এসব অভিযানে চলতি বছরে দেড় হাজারের বেশি বাংলাদেশি আটক হয়েছে।