পটুয়াখালীর বাউফলে ডাকাত সন্দেহে আটকের পর উজ্জ্বল মোল্লা (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার দিবাগত রাতে উপজেলার কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল মোল্লা উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা। আহত রাজিব হোসেন (৩০) মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামের ছত্তার জোমাদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদাবাড়িয়া ইউনিয়নের দুই বাড়িতে গভীর রাতে ডাকাতদল হানা দেয়। তারা বাড়ির লোকদের মারধর ও দেশি অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ভুক্তভোগীদের চিৎকারে এলাকাবাসী ধাওয়া দিয়ে ডাকাতিতে জড়িত সন্দেহে দুজনকে আটকের পর মারধর করে। বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ‘স্থানীয়দের গণপিটুনিতে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।