গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯১, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪, বরিশাল বিভাগে ৫৬ ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন ভর্তি হয়েছেন।
এ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১২২, বরিশাল বিভাগে ৩২, চট্টগ্রাম বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ১০, ময়মনসিংহে ছয়, খুলনা বিভাগে পাঁচ এবং ঢাকা বিভাগে তিনজন ডেঙ্গুতে মারা যান। চলতি বছর রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৪৯১ জন।