আশুলিয়ায় বেতনের দাবিতে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। গতকাল সকাল থেকে আশুলিয়ার নিশ্চিতপুর ইটখোলা এলাকার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, সকালে প্রায় আট হাজার শ্রমিক জুলাই মাসের বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজনা তৈরি হলে আশপাশের ১৫টি তৈরি পোশাক কারখানা গতকাল সাধারণ ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।